সূধী,
আসসালামু আলাইকুম।
বাংলাদেশের মধুর ব্যবসার জগতে বহু পুরোনো একটি নাম আশ শেফা মধুঘর। ঢাকা ও চট্টগ্রামের সর্বপ্রথম এবং সর্বপুরাতন খাঁটি মধু সরবরাহকারী প্রতিষ্ঠান এটিই। ঐতিহ্যবাহী আশ শেফা মধুঘরের এই সাইটটিতে আপনাকে সু-স্বাগতম।
সূধী,
আসসালামু আলাইকুম।
বাংলাদেশের মধুর ব্যবসার জগতে বহু পুরোনো একটি নাম আশ শেফা মধুঘর। ঢাকা ও চট্টগ্রামের সর্বপ্রথম এবং সর্বপুরাতন খাঁটি মধু সরবরাহকারী প্রতিষ্ঠান এটিই। ঐতিহ্যবাহী আশ শেফা মধুঘরের এই সাইটটিতে আপনাকে সু-স্বাগতম।
মরহুম মাওলানা আব্দুল মোনয়েম হাজী
প্রতিষ্ঠাতা
আশ শেফা মধুঘর
শুরুর কথাঃ
জামালপুরের এক অন্যতম সম্ভ্রান্ত ও বনেদী পরিবারের সন্তান মাওলানা আব্দুল মোনয়েম হাজী রিয়াদ এর কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ১৯৮৮ সালে ঢাকার মগবাজার ওয়্যারলেস রেলগেইটে দৈনিক সংগ্রাম অফিসের পাশে প্রতিষ্ঠা করেন এটির প্রথম শো-রুম এবং চট্টগ্রামের দেওয়ানবাজার দিদার মার্কেটের বিপরীতে দেওয়ানজী পুকুর লেইন এর বিআইএ মসজিদ কমপ্লেক্স- এ এটির দ্বিতীয় শো-রুমের পত্তন করেন পরের বছর, অর্থাৎ ১৯৮৯ সালে। এ দুটি শো-রুম ছাড়া বাংলাদেশে আশ শেফা মধুঘর এর আর কোন শো-রুম ছিল না, এবং নেই।
গোড়াপত্তনের শুরু থেকেই আশ শেফা মধুঘর ২০০৭ সাল পর্যন্ত একটানা ২০ বছর নিরবিচ্ছিন্নভাবে সুনামের সাথে খাঁটি মধু সরবরাহ করে ক্রেতামহলে আলোড়ন সৃষ্টি করে। শুরু থেকে পরবর্তী ১০ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির একমাত্র বিক্রীত পন্য ছিলো শুধু মধু। তার ৭ বছর পর মধুর পাশাপাশি সেকেন্ডারী আইটেম হিসেবে যোগ হয় গাওয়া ঘি। তারও অনেক পর যোগ হয় সরিষার তেল। পরবর্তীতে ঘি ও তেল অনিয়মিত হয়ে যায়। আমরা শুধু মধুতেই আমাদের ফোকাস ধরে রাখি।
প্রতিষ্ঠার পর গ্রাহকদের নিরবিচ্ছিন্নভাবে মধু সরবরাহের লক্ষ্যে ২০২০ সালে করোনার সময় আশ শেফার দুটি আউটলেট গোডাউনে রুপান্তরিত করে www.ashshefa.com ওয়েবসাইট দিয়ে শুরু হয় অনলাইনে মধু বিক্রির কার্যক্রম, যা এখনোও চলমান।
জাফর আত্ তাইয়ার
বর্তমান পরিচালক,
আশ শেফা মধুঘর (অনলাইন বিভাগ)
বর্তমানে এর সার্বিক পরিচালনায় নিয়োজিত আছেন প্রতিষঠাতা মরহুম আব্দুল মোনয়েম হাজী সাহেবের জ্যেষ্ঠ পুত্র জাফর আত্ তাইয়ার।
আশ শেফার প্রধান লক্ষ্য হলো: সাধারনত বাজারের যে সকল পন্য ব্যাপক হারে ভেজাল হয়ে থাকে সে সকল পন্য ভোক্তাদের নিকট ১০০% খাঁটি ও গ্যারান্টি সহকারে সহজলভ্য করে তুলে ভোক্তাদের চুড়ান্ত সন্তুষ্টি অর্জন করে আশ শেফা মধু ঘরের দীর্ঘ ত্রিশ বৎসরের সম্মান ও ঐতিহ্য সর্বদা অক্ষুন্ন রাখা।
খাঁটি পন্য সরবরাহের এই মূল নীতির কারনেই আমরা আপনাদের সেবায় অত্যন্ত সুনাম এবং বিস্বস্ততার সাথে ১০০% গ্যারান্টি সহকারে সুন্দরবনের বিশুদ্ধ মধু, বাঘাবাড়ির খাঁটি ঘি এবং সম্পুর্ন নিজস্ব তত্বাবধানে সংগ্রহকৃত খাঁটি শরিষা এ কালোজিরার তেল সরবরাহ করে ১৯৮৮ সাল হতে ঢাকা এবং ১৯৮৯ সাল হতে চট্টগ্রামে দীর্ঘ ত্রিশ বৎসর যাবৎ আপনাদের সাথে পথ চলেছি, ভবিষ্যতেও চলব ইনশাআল্লাহ।
আর এই সুদূরপ্রসারী লক্ষ্যেই আমাদের এই অনলাইন কার্যক্রমের উদ্বোধন, আমাদের এই পেইজ ভিজিট করার জন্য আপনাকে অভিনন্দন।
আমাদের সাথেই থাকুন, আমরা এখানে উপস্থিত আছি আমাদের খাঁটি পন্যের পসরা নিয়ে।
ধন্যবাদান্তে,
আশ শেফা মধুঘর
আশ শেফা মধুঘর।
৪৩, দেওয়ানজী পুকুর লেন, দেওয়ানবাজার, চট্টগ্রাম
সাবেক চট্টগ্রাম বিক্রয় কেন্দ্র, ( বর্তমানে গোডাউন হিসেবে ব্যাবহৃত)